Hooghly

Apr 09 2023, 19:22

*রিষড়া কান্ডের জেরে কোন্নগরে সিপিএমের মিছিল*

রবিবাসরীয় বিকালে সম্প্রীতির মহামিছিল রিষড়ার ঘটনা নিয়ে। বামপন্থী দলগুলির ডাকে কোন্নগর বাটার মোড় থেকে উত্তরপাড়ার গৌরী সিনেমা হল পর্যন্ত এই মিছিলে সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সিপিআই ছাড়াও যোগ দেয় এসইউসিআই ও সি পি আই এম এল।  মিছিলে পা মিলিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম , রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য নেতৃত্বরা।

 সেলিম বলেন , গোটা রাজ্যের মানুষ শান্তি চায় তারা চোর যোচ্চোর গুন্ডা বদমাশ সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়তে চায়। ধর্মের নামে যারা হানাহানি করছে তাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষ। জেলায় জেলায় নামছে আজ হুগলীতে, কালকে হাওড়ায় নামবে। এই সংস্কৃতি আগে ছিল না।উৎসব মানে মিলন উৎসব। মানুষকে আলিঙ্গন করা কোলাকুলি করা। তরোয়াল ত্রিশূল বন্দুক পিস্তল নিয়ে ধর্মীয় জিগির তুলে আসলে ভোট বাড়ানোর যে ফিকির তাকে মানুষ ধিক্কার জানাচ্ছে। পুলিশের সামনে এ ধরনের ঘটনা ঘটলে সেটা ব্যর্থতা।বাবরি ধ্বংসের পর ৯২ সালে পুলিশকে সারাদেশে আধুনিক করা হয়েছে। 

রামনবমীর মিছিল থেকে হামলার ঘটনা নিয়ে আল-কায়দার হুমকি প্রসঙ্গে সেলিম বলেন, যাহা ৫২ তাহাই ৫৩। আল কায়দা আরএসএস, আইসিস, এরা সব ধর্মের নামে নিজেদের লেজ মোটা করতে চাইছে।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিমান বসু বলেন , হাওড়া শিবপুরে অশান্তি হবে মুখ্যমন্ত্রী নাকি একমাস আগে গন্ধ পেয়েছিলেন। তাহলে গোয়েন্দা লাগিয়ে সেটা আটকালেন না কেন?অশান্তি তো অঙ্কুরেই ঠেকানো যেত।

Hooghly

Apr 08 2023, 19:59

*রামনবমীর ঘটনার জেরে রিষড়ায় নতুন সি আই হলেন প্রবীর দত্ত*


রিষড়ায় রামনবমীর মিছিলের জের! রিষড়া থানাকে নিয়ে নতুন সার্কেল তৈরি করল চন্দননগর পুলিশ।তার দায়িত্ব দেওয়া হল প্রবীর দত্তকে। প্রবীর দত্ত রিষড়া থানার প্রাক্তন ওসি। তিনি বর্তমানে চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগে ছিলেন। রিষড়া থানার ওসি থাকার সুবাদে তার অভিজ্ঞতা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজে লাগবে বলে মনে করছে চন্দননগর পুলিশ।

গত রবিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় রিষড়ার কয়েকটি এলাকায়। পরদিন রিষড়া চার নম্বর রেলগেট এলাকায় ফের অশান্তির ঘটনা ঘটে।পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ ।আহত হন রিষড়া থানার ওসি পিয়ালী বিশ্বাস, শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। ঘটনার পর কেটে গেছে সাত দিন। ধীরে ধীরে স্বাভাবিকের পথের রিষড়া।

এখনো জারি রয়েছে ১৪৪ ধারা। শান্তি শৃঙ্খলা রক্ষায় রিষড়ার বিভিন্ন এলাকায় টহল চলছে পুলিশের। এমত অবস্থায় ওসির কাজকে তত্ত্বাবধানের জন্য তার উপরে একজন সার্কেল ইনস্পেক্টর কে নিযুক্ত করা হল। চন্দননগর পুলিশ কমিশনারেটের সাতটি থানা রয়েছে ।একমাত্রা রিষড়া থানা ওসি থানা। বাকি ছয়টি থানা আইসি থানা। এবার থেকে রিষড়া থানাও একজন ইন্সপেক্টর এর তত্ত্বাবধানে চলে এলো।

Hooghly

Apr 08 2023, 19:40

*রিষড়া কান্ডে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়*

হুগলীর রিষরায় অশান্তির ঘটনায় দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।আজ হাওড়ার বালি জগাছা ব্লকে একটি নব নির্মিত রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে আসেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।মঞ্চ থেকে তিনি তীব্র ভাষায় কটাক্ষ করেন দিলীপ ঘোষকে।বলেন রামনবমীর দিন না করে চারদিন পর শোভাযাত্রা বের করা হয়েছিলো।

বাইরে থেকে প্রচুর লোক নিয়ে এসেছিলেন দিলীপ ঘোষ।অশান্তি লাগিয়ে ছিলেন।মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছলেন।আজ হাওড়ার চামরাইলে একটি নতুন ঢালাইয়ের রাস্তার উদ্বোধন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সাংসদ তহবিলের টাকায়।সঙ্গে ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ।

Hooghly

Apr 08 2023, 15:54

*আচমকাই আটকে দেওয়া হল কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের*

রিষড়া য় আসার পথে শ্রীরামপুর থানার দিল্লি রোডে ভূষণ স্টিল কারখানার কাছে আটকে দেওয়া হল কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য দের। এদিন দুপুরে দিল্লি রোড দিয়ে রিষড়ায় আসার চেষ্টা করেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। আগে থেকেই দিল্লি রোড এবং জিটি রোডে মোতায়েন ছিল পুলিশ বাহিনী।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা আসতেই রাস্তার ওপরেই তাদের আটকে দেওয়া হয়। চন্দননগর পুলিশ কমিশনারেটের বক্তব্য যেহেতু এইসব এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে সেই কারণে কোনরকম জমায়েত করা যাবে না। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অন্যতম সদস্য রাজপাল সিং এর বক্তব্য তারা আসল তথ্যানুসন্ধান করার জন্যই এখানে এসেছেন।

সাধারণ মানুষের সাথে কথা বলে আসল ঘটনা উদঘাটন করাই তাদের লক্ষ্য। রাজ্যের পুলিশ যদি তাদের সাথে অসহযোগিতা করে সমস্ত ঘটনা কেন্দ্রীয় সরকার এবং মিডিয়া কেও জানাবেন তারা। বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়ানোর পর অবশেষে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন কমিটির সদস্যরা ।

Hooghly

Apr 07 2023, 17:21

*কোন্নগর স্টেশনে জমায়েত আই এস এফ কর্মী সমর্থকদের*

রিষড়ায় যেতে চেয়ে কোন্নগর স্টেশনে জমায়েত আই এস এফ কর্মী সমর্থক দের। শুক্রবার দুপুরে কোন্নগর স্টেশনে জমা হন আই এস এফ সভাপতি সহ বেশ কিছু সমর্থক। বিশাল পুলিশ বাহিনী স্টেশনেই তাদের আটকে দেয়। স্টেশনের মধ্যেই স্লোগান দিয়ে কয়েক পা এগিয়ে যান তারা।

এরপর পুলিশ আধিকারিক দের স্মারকলিপি দিয়ে তাদের দাবী এরপর চন্দননগর এর পুলিশ কমিশনার সহ জেলা গ্রামীন পুলিশের কাছেও রিষড়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষে স্মারকলিপি দেবেন তারা। পরবর্তীতে রিষড়ার মানুষের সাথেও কথা বলার চেষ্টা করা হবে।

Hooghly

Apr 05 2023, 13:24

*স্বাভাবিক ছন্দে ফিরছে রিষড়া*


রিষড়া: তিন দিনের অশান্তির রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে রিষড়া। ইট পাটকেল, বোমাবাজি, পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ স্বাভাবিক জনজীবনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। সুস্থ স্বাভাবিক জীবনে বেঁচে থাকার জন্য সাধারণ মানুষের রুটি-রুজির তাগিদে প্রতিদিনই রাস্তায় বেরোতে হয় মানুষকে। গত তিনদিন যা প্রায় হয়নি বললেই চলে। প্রশাসনের সহায়তায় গন্ডগোল এড়ানো গেলেও রুটি রোজি এখনো বন্ধ রিষরা শহরে।

বুধবার সকালেও বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় দু একটি দোকান খুলেছে। যা নিত্যদিনের তুলনায় অতি নগণ্য। এরই মধ্যে শান্তির বার্তা নিয়ে পথে নেমেছে বেশ কিছু মানুষ এবং সংগঠন।

রিষড়ার গ্রিন ভলেন্টিয়ার্সরা লিফলেট বিলি করে মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কোনরকম বিরূপ পরিস্থিতি তৈরি হলে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষের একটাই আরজি শান্তি ফিরুক শহরে।

Hooghly

Apr 04 2023, 17:27

*লকেটের সঙ্গে পুলিশের তুমুল ঝামেলা*

                                                                   

 রিষড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যদিও রিষড়া স্টেশনে নামতেই তাঁকে বাধা দেয় পুলিশ। শুধু তাই নয়, কেন যেতে দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিও হয় সাংসদের। লকেটকে ঘিরে রেখেছে মহিলা পুলিশ বাহিনী।

একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, 'তৃণমূলের বেলায় সব ছাড়, যত বাধা বিজেপিকে। রেলের জায়গায় ১৪৪ ধারা কে জারি করল।, আর স্টেশনে যদি ১৪৪ ধারা জারি থাকে তাহলে এত যাত্রী যাচ্ছেন কীভাবে। কোন যুক্তিতে পুলিশ আমাকে আটকেছে? কাগজ দেখাক।'

Hooghly

Apr 04 2023, 15:10

*রিষড়া পরিদর্শনে রাজ্যপাল*


হুগলি : রিষড়া র অশান্ত পরিবেশের মধ্যেই মঙ্গলবার রিষড়ার চার নম্বর গেটে আসেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন সকাল থেকে গোটা রিষড়া ও শ্রীরামপুর এর কিছুটা অংশে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। শ্রীরামপুর বটতলায় বিজেপি র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর ধর্না মঞ্চ তুলে দেয় পুলিশ।

এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ এয়ারপোর্ট থেকে সরাসরি জি টি রোড হয়ে রিষড়ায় আসেন রাজ্যপাল। চারনম্বর রেলগেটে র কাছে গিয়ে থামে রাজ্যপালের কনভয়। রেল লাইনের ওপরে দাঁড়িয়ে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সাথে পুরো ঘটনার বিবরন নেন। বেশ কিছুক্ষণ কথা বলার পর এগিয়ে যান গেটের উল্টো প্রান্তে। সেখানে সাধারন মানুষের সাথে কথা বলেন তিনি।

এর পর সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন এই অশান্ত পরিবেশ থাকবে না, আপনারা ধৈর্য রাখুন, প্রশাসন পুরো ঘটনা কঠোর হাতে দমন করবে।প্রধান মন্ত্রী এ বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।

সেখান থেকে বেড়িয়ে রিষড়া রাস্তায় গাড়ী থেকে নেমে পথচলতি মানুষের সাথে কথা বলেন তিনি। রিষড়া স্টেশনে গিয়ে সেখানকার স্টেশন মাস্টার আই জি পূর্ব রেল ও সরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদের সাথে কথা বলেন। সেখান থেকে তিনি কলকাতার উদ্যেশ্যে রওনা হয়ে যান।

Hooghly

Apr 04 2023, 11:42

ফের উত্তপ্ত রিষড়া! বাড়ছে উত্তেজনা


হুগলী: রবিবারের পর সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া চার নম্বর গেট সংলগ্ন এলাকা। দফায় দফায় বোমাবাজি কাঁদানে গ্যাসের সেল, ইট পাটকেল ছোড়াছুড়ি থেকে বাদ যায়নি কিছুই। চার নম্বর গেট সংলগ্ন এলাকায় পুলিশের একটি গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়। রাতের দিকে বিশাল পুলিশবাহিনী এনে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা হয়।

মঙ্গলবার সকালেও যে ছবি সেখানে স্পষ্ট। সকাল থেকে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এলাকার দোকানপাট সম্পূর্ণ বন্ধ। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। যারা এই এলাকার বাসিন্দা তারা এইরকম পরিস্থিতি কোনদিন লক্ষ্য করেননি বলেই দাবি। চার নম্বর গেট দিয়ে সকাল থেকে শুরু হয়েছে যানবাহন চলাচল, ট্রেন চলাচল তুলনামূলক স্বাভাবিক। কিন্তু কোথাও যেন একটা আতঙ্কের পরিবেশ কাজ করছে পুরো এলাকা জুড়ে।

সোমবার কোন্নগর থেকে অবস্থান তুলে নেওয়ার পর মঙ্গলবার শ্রীরামপুরের বটতলায় অবস্থান করার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এই পরিস্থিতি কবে যে শান্ত হবে তার দিকে তাকিয়ে হুগলীর মানুষ।

Hooghly

Apr 03 2023, 19:48

*রবিবারের পর সোমবারও ফের উত্তপ্ত রিষড়া*

রবিবারের পর সোমবারও দফায় দফায় উত্তপ্ত রইল রিষড়া। সোমবার সকাল থেকে রিষড়ার বিভিন্ন এলাকায় চলে পুলিশের টহল। পাশাপাশি ওই এলাকায় প্রতিটি যানবাহনে নাকা তল্লাসী চালানো হয়। জিটি রোড এলাকায় বেশ কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। এদিন রিষড়ার ছাঁইরোড ও সন্ধ্যাবাজার এলাকায় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাসের সেল ফাটায়। একইসঙ্গে ওই এলাকায় পুলিশ লাঠিচার্য করে বলে অভিযোগ। এদিন সারাদিন রিষড়া এলাকা থমথমে ছিল। দোকানপাট সব বন্ধ ছিল। সন্ধ্যার পর কিছু মানুষকে রাস্তায় চলতে দেখা গিয়েছে।

অন্যদিকে রামনবমীর মিছিলে আক্রান্ত বিজেপি নেতা বিমান ঘোষকে দেখতে হিন্দমোটরের একটি নার্সিংহোমে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। এদিন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চ থেকে এই সব উষ্কানী দিয়েছেন। পাশাপাশি বলেন, রিষড়ায় ১৪৪ধারা জারি রেখে আমাদের আটকার চেষ্টা করলে আমরা কোর্ট থেকে নির্দেশ নিয়ে এসে রিষড়ায় যাব। 

এরপর সেখান থেকে রিষড়া যাবার চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ জ্যোতিময় সিং মাহাত। কিন্তু কোন্নগরের বিশালক্ষীতলায় জিটিরোডের উপর পুলিশ বিরাট ব্যারিকেট দিয়ে বিজেপির নেতা কর্মীদের আটকে দেয়। একই সঙ্গে পুলিশ সুকান্ত মজুমদারকে গাড়ি থেকে নামতে বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়। বিজেপির নেতা কর্মীরা পুলিশের ব্যারিকেট ভেঙ্গে এগিয়ে যাবার চেষ্টা করেন। কিন্তু পুলিশও নাছোর বান্দা হয়ে ওঠে। এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি কোন্নগরে প্রায় ছয় ঘন্টা অবস্থান বিক্ষোভে সামিল হয়। এই ঘটনা চাউর হতেই চুঁচুড়ায় বিজেপির নেতা কর্মীরা হুগলিমোড় এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

এদিন সুকান্ত মজুমদার বলেন, আমাদের আটকাতে পুলিশ যেখানে ব্যারিকেট করেছে। সেখানে কোনও ১৪৪ ধারা নেই। কিন্তু, রিষড়ায় অশান্তির পর সেই এলাকায় সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রবেশ করলেন। পুলিশ সেটা কিভাবে অনুমোদন করল। আদপে পুলিশ তৃণমূল ক্যাডারদের মত কাজ করছেন। এদিন দুপুর একটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অবস্থান বিক্ষোভের পর তিনি মানুষের সার্থে অবস্থান বিক্ষোভ তুলে নেন বলে জানান। পাশাপাশি মঙ্গলবার ফের শ্রীরামপুর বটতলায় সুকান্ত মজুমদার অবস্থান বিক্ষোভে বসবেন বলে জানান। একই সঙ্গে রাজ্য সভাপতি বলেন, সেখানে যা ঘটেছে সবটাই দিল্লিতে জানাব।